বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

দোয়া কুনুত

 হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

(দোয়া কুনুত)

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্ত্রী লেখা চিঠি

Sayem Ahmed
ছায়েম আহমদ Sayem Ahmed 
 এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে

দেখতে চাইলেন, স্বামী তাকে কতটুকু

পছন্দ করে এবং তাকে ছাড়া বাঁচতে

পারে কি না।

তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া

জানার জন্য একটা চিঠি লিখল –

“দেখো আমি তোমার প্রতি এবং

আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত।

আমি আর তোমার সাথে থাকতে চাই

না। আমি সারা জীবনের জন্য চলে

গেলাম।”

স্ত্রী এই চিঠি টা লিখে

টেবিলের উপর রাখল এবং নিজে

খাটের নিচে লুকিয়ে রইলো।

সন্ধ্যার সময় স্বামী বাড়ি আসল।

আসার পরে স্বামী প্রথমে চিঠিটা

হাতে নিয়ে পড়ল।

তার পর কলম দিয়ে চিঠিতে

একটা লাইন কি যেন লিখল।

আবার চিঠিটা টেবিলে রেখে

দিলো।

একটু দুঃখ ভারাক্রান্ত থেকে

কয়েক মিনিট পর, স্বামীর নীরবতা

থেকে হঠাত খুব খুশি হলো।

শিস বাজাতে লাগলো। গান গেয়ে

উল্টোপাল্টা নাচ শুরু করলো।

তারপর টেলিফোন

সেটটাকে বিছানার উপর আনল।

আনার পর তার স্বামী তার কোনো এক

বান্ধবীকে ফোন করল।

ফোনের ঐ প্রান্তকে বলছে ” আজ

অটোম্যাটিক্যালি আমার লাইফ

থেকে আমার আপদ দূর হয়েছে।

ডার্লিং তুমি আমার জীবনে আগের

মতই থাকবে। আমার স্ত্রী আমাদের

মাঝে আর বাঁধা হয়ে থাকবে না। তুমি

যেকোনো সময় আমার বাড়ি চলে

আসতে পারো। বেবী, তোমাকে

ছাড়া আমি বাঁচব না।”

এমন অনেকক্ষন কথা বলার পর

স্বামী ফোন রেখে বাড়ির বাইরে

চলে গেলো হাসতে হাসতে।

হয়তো তার ফোনের ঐ প্রান্তের

বান্ধবীকে বা অন্য কাউকে আনতে

যাচ্ছে।

এদিকে তার স্ত্রী তো খাটের

নিচে থেকে কাঁদতে কাঁদতে বের

হলো।

এমন কুলাঙ্গার স্বামীর সাথে

সংসার করেছে এতোদিন এই ভেবে

কপাল চাপড়াচ্ছিল।

হঠাত তার মনে হলো, দেখিতো

স্বামী চিঠিতে কি লিখছে।

তাই তাড়াতাড়ি টেবিলের

কাছে এসে চিঠিটা হাতে নিলো।

চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা

বের করলো।

স্বামী যে এক লাইন লিখে রেখেছে ,

তা হলো – “আমার জীবন থেকে চলে

গিয়েছ ভালো কথা, কিন্তু খাটের

নিচে থেকে তোমার পা কেন

দেখা যাচ্ছে। আমি ডিম আনতে

দোকানে গেলাম।”

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বাংলাদেশের নেতা হওয়ার সঠিক কোচিং সেন্টার

বাংলাদেশের সকল গ্রামে মহাশলে এই সহ-সভাপতি সহ  সম্পাদক সহ-সাধারণ সম্পাদক সকল এই সহ পদের যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম । প্রতিটা বাড়িতে তিন জন করে এই সহ পদ দারি আছে এখন চিন্তায় আছি এরা কখন যে কি করে ফেলে , আচ্ছা এরা কি সত্যি কিছু করতে পারে ?



শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি

 



২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী বছর থেকে এসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করতে পারবে। এই তিন বিশ্ববিদ্যালয় হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আজ মঙ্গলবার তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অনুষদ, বিভাগ ও জনবল নিয়োগসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিত করার জন্য কোনো বিষয়ে এই তিন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়।

দোয়া কুনুত

 হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি...